Thursday, August 16, 2018

Atalbihari vajpayee The end of the era of the Atal Atalbihari Vajpayee left the last breath

নয়াদিল্লি: অটল যুগের ইতি৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অটলবিহারী বাজপেয়ী৷ ৯৩ বছর বয়সে তাঁর জীবনের গতি থামল৷ নয়াদিল্লির AIIMS-এ তিনি গত দু’মাস ধরে চিকিৎসাধীন ছিলেন৷
গত দু’দিন ধরে তাঁর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছিল৷ চিকিৎসকরাও জানিয়ে দেন, যে কোনও মূহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে৷ তাই তাঁকে মঙ্গলবারই লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়৷ বুধবার থেকে বন্ধ হয়ে যায় বাজপেয়ীর শরীরের বেশিরভাগ অঙ্গের কাজ৷ ভেন্টিলেশনে চলে যান তিনি৷ পরিস্থিতি খারাপ শুনে তখনই হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপির অন্য নেতারাও রাতেই পৌঁছন৷
পড়ুন আরও- ‘বাধ্য হয়ে’ পাশাপাশি বসে মোদীর ভাষণ শুনলেন অমিত-রাহুল
বাজপেয়ীর অবস্থা মিনিটে মিনিটে খারাপ হতে থাকে৷ সকাল থেকে বিজেপি ছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছন৷ দুপুরে যান প্রধানমন্ত্রী৷ তার কিছু পরেই বাজপেয়ীর প্রয়ানের খবর জানানো হয় হাসপাতালের তরফে৷
এ্যাটল বিহারী বাজপেয়ী একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন, যিনি তিনবার ভারতের প্রধানমন্ত্রী হন, 1 99 6 সালে 13 দিনের মেয়াদে, 1 998 থেকে 1 999 পর্যন্ত এগারো মাসের জন্য এবং 1999 থেকে ২004 সাল পর্যন্ত পুরো মেয়াদে।




তাঁর প্রয়াণের সঙ্গেই শেষ হল এক বর্ণময় রাজনৈতিক চরিত্রের৷ যিনি ভারতের প্রথম অংকগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পূর্ণসময়ের জন্য ক্ষমতায় থাকতে পেরেছিলেন৷ একই সঙ্গে তিনি বেনজির ভাবে ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ তবে এর পরও তিনি দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন৷ একবার তেরো মাস৷ শেষবার পূর্ণ সময়ের জন্য ছিলেন৷
পড়ুন আরও- মৃত্যুকে আমি ভয় পাই না: বাজপেয়ী
তাঁর আমলেই ২৪ বছর পর ভারতে পরমাণু পরীক্ষা হয়৷ রাজস্থানের পোখরানে পর পর ৫টি পরমাণুর পরীক্ষামূলক বিস্ফোরণ হয়৷ ১৯৭৪ সালের পর ফের ১৯৯৮ সালে দেশে পরমাণুর পরীক্ষা, যা পোখরান-২ নামেই পরিচিত৷ ১৯৯৯ সালে তৃতীয়বার ক্ষমতায় এসে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প ও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাজপেয়ীর সবচেয়ে বড় উন্নয়নমূলক পদক্ষেপ৷ যা ভারতের সড়ক যোগাযোগে কার্যত বিপ্লব ঘটিয়েছে৷ সেই ‘বিপ্লবী’ই চলে গেলেন৷

New Delhi: The end of the era of the Atal Atalbihari Vajpayee left the last breath. At the age of 93, he stopped his life. He was under treatment for AIIMS in New Delhi for the past two months.

For the past two days, his condition became more critical. The doctors also told that the situation could be bad at any moment. So he was kept on Tuesday in the Life Support System. Most parts of Vajpayee's body are closed from Wednesday. She went to the Ventilation. When the situation worsened, Prime Minister Narendra Modi arrived at the hospital immediately after the incident. Other BJP leaders also reached the night.

Read more - 'Obedience' along with Amit-Rahul heard the Modi speech

Vajpayee's condition started getting worse in minutes. Apart from BJP from the morning, leaders of other political parties have reached. Visit PM at noon After some time Vajpayee was informed about the hospital.

His death ended with a colorful political character. Who is the first Prime Minister of India who could remain in power for the full time. At the same time, he became Prime Minister for only 13 days in 1996. However, he has been twice the Prime Minister. Once thirteen months The last time was for full time.

Atal Bihari Vajpayee was an Indian politician who thrice served as the Prime Minister of India, first for a term of 13 days in 1996, for a period of eleven months from 1998 to 1999, and then for a full term from 1999 to 2004

Read more: I am not afraid of death: Vajpayee

In his time, 24 years after the nuclear tests in India. After five years of experimental explosion in Pokhran, Rajasthan. After 1974, the test of atoms in the country in 1998, which is known as Pokharan-2. National Development Authority and Prime Minister Gram Panchayat, Vajpayee's biggest development initiative, came in power in 1999 for the third time. Which caused a revolutionary revolution in India's road connectivity. The 'revolutionary' went away.

No comments:

Post a Comment