Tuesday, July 10, 2018

Digha বিরল_মাছ উড়তে পারে আকাশে


#বিরল_মাছ  উড়তে পারে আকাশে।

দীঘাতে এই বিরল মাছ,শুনে অবাক হলেও এ কথাটিও সত্যি। এ মাছের পরিচিত  উড়ুক্কু বা উড়ন্ত মাছ বলে। এতদিন এই মাছ টিভিতেই দেখেছেন অনেকে। দিঘার উপকূলে মঙ্গলবার সচক্ষে এমন মাছ দেখলেন বহু মানুষ। ১৮৫ ফুটের উড়ুক্কু বা উড়ন্ত মাছ মঙ্গলবার উঠল দিঘা মোহনায় নবকুমার পয়ড়ার আড়তে। বিশালাকার এই মাছের উচ্চতা ১১ ফুট আর গলার কাছে বেড় ৫ ফুট।ওড়িশার ধামরার শঙ্কর গিরি এই মাছটি এদিন দিঘা মোহনায় নিয়ে আসেন।মূলত শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের জলের ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। এরা সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এবং প্রতি ঘণ্টায় গতি প্রায় ৭০ কিলোমিটার। এরা সাধারণত একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে সাগরের পৃষ্ঠে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভেতরে ঢুকে পড়ে। পৃথিবীর গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলোর সাগরে উড়ন্ত মাছের দেখা মেলে। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া গেছে।
 Video & News - Collected From Digha sea beach

No comments:

Post a Comment